ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

এম এ আজিজের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ২৩, ২০১৬
এম এ আজিজের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।



বার্তায় স্পিকার বলেন, এম এ আজিজ ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ছিলেন গণমানুষের নেতা এবং আমৃত্যু মানুষের কল্যাণেই কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
 
স্পিকার মরহুম আজিজের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এছাড়াও পৃথক পৃথক বার্তায় এম এ আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ। তারাও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।