ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ধুনটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জানুয়ারি ২৩, ২০১৬
ধুনটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।



মানববন্ধন চলাকালে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সংগঠনের নেতা সেজাব উদ্দিন, মোহাম্মদ আলী, শাহ আলম, আরজিনা খাতুন, শহিদুর রহমান, আব্দুস ছালাম, শামীমা সুলতানা ও আব্দুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।