ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, জানুয়ারি ২৩, ২০১৬
সিদ্ধিরগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় সানোয়ারা আকতার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও তার সহযোগী।
নিহত সানোয়ারা ঢাকা মহানগর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি সানারপাড় এলাকার সানাউল্লাহ মিয়ার মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সকাল সাড়ে ৮টায় রাস্তা পারাপারের সময়ে ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৩৯) চাপায় গুরুতর আহত হন সানোয়ারা।

পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়‍ারি ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।