ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কাব সদস্যদের যোগ্য হিসেবে গড়ে ওঠার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ২৩, ২০১৬
কাব সদস্যদের যোগ্য হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের যোগ্য হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধনী ঘোষণাকালে তিনি এ আহ্বান জানান।



কাব স্কাউট সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে প্রধানমন্ত্রী, মন্ত্রী-সচিব হবে।

সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আত্মবিশ্বাসী হয়ে সব কিছু জয় করতে হবে।

সোনার বাংলার সোনার ছেলে হিসেবে নিজেদের কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬/আপডেট: ১১৪৮ ঘণ্টা
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।