ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৮৬ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৯, জানুয়ারি ২৩, ২০১৬
বেনাপোলে ৮৬ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

বেনাপোল (যশোর): বেনাপোল ইউনিয়নের কলেজ রোড মধ্যপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে ৮৬টি পরিবার।  

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নতুন বিদ্যুৎ সঞ্চালনের সুইচ টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

 

এসময় নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এসব পরিবারের সদস্যরা। বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।

এদিকে এলাকার কলেজ পাড়া ও কেলেরকান্দা গ্রামে নতুন বিদ্যু‍ৎ লাইনের দাবি জানান গ্রামবাসীরা।

বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদের সভাপতিত্বে বিদ্যু‍ৎ সঞ্চালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও  শার্শা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।