ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ২২, ২০১৬
মেহেরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাছির উদ্দীন (৪৫) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন।
নাছির উদ্দীন মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফরজ আলীর ছেলে।



শুক্রবার(২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে স্যালোইঞ্জিন চালিত আলগামন নিয়ে বারাদী বাজারে যাচ্ছিলেন নাছির উদ্দীন। তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাটকেলপোতা যাত্রী ছাউনির কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে আলগামনটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।