ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জানুয়ারি ২২, ২০১৬
রাজধানীর রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় এক ঠিকাদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার নাম বাসাই ফকির (২৬), তিনি স্থানীয় স্যানেটারি ঠিকাদার বলে জানা যায়।



শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ীবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে এ ঘটনা ঘটে। তার বুকে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে মাথায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ বাসাই ফকিরের চাচা আবদুল জলিল বাংলানিউজকে বলেন, তিনি স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে এবং পিটিয়েছে এটি খতিয়ে দেখতে চাই আমরা।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, আশঙ্কারজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন।

বাংলাদেশ  সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।