ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জানুয়ারি ২২, ২০১৬
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পরে শামীম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
 
বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
নিহত শামীম উপজেলার হাবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাহাতাব উদ্দিনের ছেলে।
 
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে ভবানিপুর এলাকায় ট্রেনে কাটা পরে এক যুবকের মৃত্যুর খবর আসে। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।