ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

উলিপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জানুয়ারি ২২, ২০১৬
উলিপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে ট্রাক্টরের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একশিশু।



শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ওই ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম তবকপুর ইউনিয়নের বটতলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে উলিপুর শহর থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর পার্শ্ববর্তী ইট ভাটায় যাওয়ার সময় তবকপুরের বটতলা এলাকায় এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার পাশে থাকা অপর এক পথচারী শিশুও আহত হয়।
 
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ