ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে আটা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, জানুয়ারি ২২, ২০১৬
লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে আটা বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় সহস্রাধিক হতদরিদ্র পরিবারের মাঝে আটা বিতরণ করেছে জেলা আওয়ামী বাস্তুহারা লীগ।

শুক্রবার(২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বাগবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রতি পরিবারকে  ৫ কেজি করে দেওয়া হয়।



এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ আবু তাহের, জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি নুরুল আলম, কেন্দ্রীয় আওয়ামী বাস্তুহারা লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম কবীর হাওলাদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মাস্টর, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান হাওলাদার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিজাম উদ্দিন আমিন, লক্ষ্মীপুর পৌর কমিটির সভাপতি ফজিলাতুন নেছা ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।