ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, জানুয়ারি ২২, ২০১৬
রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার একটি বাসা থেকে তানিয়া আকতার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১৮০ নম্বর বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।



নিহত তানিয়ার গ্রামের বাড়ি ক‍ুমিল্লা জেলার মুরাদনগর থানার বলিঘর গ্রামে, বাবার নাম বাবুল মিয়া।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানিয়া কামাল ও জাহাঙ্গীরের বাসার গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে এসআই আমির হোসেন বলেন, বাসিন্দারা বলেছেন- তানিয়া মানসিক সমস্যায় ভূগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ