ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

পুরান ঢাকায় হিউম্যান হলারের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ২১, ২০১৬
পুরান ঢাকায় হিউম্যান হলারের ধাক্কায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় হিউম্যান হলারের ধাক্কায় এনামুল হক নামে এক রেলওয়ে কর্মকর্তা মারা গেছেন। তার আনুমানিক বয়স ৫৫ বছর।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নাজিম উদ্দিন রোড কেন্দ্রীয় কারাগারের মসজিদের পাশে চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পরে পথচারী রেজাউল করিম আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম জানান, জ্ঞান হারানোর আগে ওই ব্যক্তি বলেন তিনি ইসলামপুর থেকে কাপড় কিনে রিকশায় ফিরছিলেন। পথে একটি হিউম্যান হলার ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তবে পরিচয় জানানো আগেই জ্ঞান হারান ওই ব্যক্তি।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, নিহত ব্যক্তির পকেটে বাংলাদেশ রেলওয়ের পাশ এবং রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের টিকিট পাওয়া গেছে। পরিচয় সনাক্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় যোগাযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রাজশাহী রেলওয়ে বিভাগে যোগাযোগ করে জানা গেছে, নিহত ব্যক্তির নাম এনামুল হক। তিনি রাজশাহী রেলওয়ের হিসাব বিভাগে ট্রাভেলিং অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্তরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ