ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জানুয়ারি ২১, ২০১৬
লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ২৫তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সমিতির অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন সমিতির পরিচালক বোর্ডের সভাপতি ইকবাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মনিরুল ইসলাম, মইনুল হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন মুন্সি, শেখ ফরিদ, মাইন উদ্দিন আহমেদ, পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহাজান কবির, এলাকা পরিচালক নিজাম উদ্দিন ফারুকী, শামছুল আলম, মহিলা পরিচালক আয়েশা বেগম, খোদেজা খাতুন ও তুহিনা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত সমিতির গ্রাহক, পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ