ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জানুয়ারি ২১, ২০১৬
কালিয়াকৈর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে রিমা আক্তার রুমা (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পূর্ব চান্দুরা বোর্ড মিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।



রুমা টাঙ্গাইল সদর উপজেলার ধনবাড়ি এলাকার করিম মিয়ার ছেলে সুজন মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, বুধবার রাতে স্বামীর সঙ্গে রুমার ঝগড়া হয়। রাতেই কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুমা। থানায় বিষয়টি না জানিয়ে দাফনের চেষ্টা করলে, দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে সুজন মিয়া পলাতক রয়েছেন, জানান মুক্তি মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ