ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জানুয়ারি ২১, ২০১৬
মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর: মেহেরপুরে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।



জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, ডেপুটি কমান্ডার আমিরুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা।

জেলার প্রায় তিন শতাধিক দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের দেওয়া কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ