ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, জানুয়ারি ২১, ২০১৬
যশোরে ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মামলা

যশোর: যশোরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আটক সাবেক নারী ব্যাংকারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি করেন।



থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) শেখ গণি মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

আটক আসামিরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার শাহ আলম সোহেলের মেয়ে বেসরকারি ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তা রোমানা সিনথিয়া, যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইশরার ফারদিন জনি, একই এলাকার হাশেম আলীর ছেলে আব্দুল গফুর, ঘোপ জেল রোড বৌবাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফরিদ হোসেন লাবু।

যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গফুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বুধবার দুপুরে পৃথক এলাকায় অভিযান চালিয়ে  জনি, ফরিদ হোসেন ও রোমানা সিনথিয়াকে আটক করে পুলিশ।
 
চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে সিনথিয়ার বাসায় রেখে শহরে সরবরাহ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন আসামিরা।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘন্টা,  জানুয়ারি ২১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ