ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

‘দ্রুত পাঁচ খুন রহস্যের উন্মোচন হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, জানুয়ারি ২০, ২০১৬
‘দ্রুত পাঁচ খুন রহস্যের উন্মোচন হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আলোচিত দুই শিশুসহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনাস্থল পের  পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন।

বুধবার (২০ জানুয়ারি)  রাত সাড়ে ৮টার দিকে শহরের বাবুরাইলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।



এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, সদর মডেল থানার ওসি আব্দুল মালেক, তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) এম এ খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মহিদ উদ্দিন বলেন, এটি একটি জঘন্যতম হত্যাকাণ্ড। আমরা নিরবচ্ছিন্ন তদন্ত করছি। তদন্তের স্বার্থেই এখানে একাধিকবার আসতে হয়েছে।

‘তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যত দ্রুত সম্ভব রহস্যের উন্মোচন হবে। ’

 বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ