ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জানুয়ারি ২০, ২০১৬
পাবনায় পিস্তলসহ যুবক আটক

পাবনা: পাবনায় বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের পৈলানপুর মহল্লা তাকে আটক করা হয়।


 
আটক ইমরান পৈলানপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৈলানপুর মহল্লায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।