ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

শিবালয়ে ২ বাসের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জানুয়ারি ২০, ২০১৬
শিবালয়ে ২ বাসের সংঘর্ষে আহত ১০

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।



আহতদেরকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গুঁড়ি বৃষ্টির সময় পাটুরিয়াগামী সাউদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা বিনিময় পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে উভয়বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।