ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় হেরোইন রাখার দায়ে ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জানুয়ারি ২০, ২০১৬
চুয়াডাঙ্গায় হেরোইন রাখার দায়ে ১ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: হেরোইন রাখার দায়ে মিশন হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।



দণ্ডিত মিশন হোসেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার বালুহারা গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর দুপুর পৌনে ১টায় মিশন দামুড়হুদা শহরের পূর্বাশা পরিবহন কাউন্টারের সামনে থেকে ১ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন।
ওইদিনই দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দামুড়হুদা থানার উপ পরির্শক (এসআই) মহব্বত আলী চার্জশিট দাখিল করেন।

এ মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুপুরেই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।