ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

নাটোরে ৬ পৌরসভার মেয়র-কাউন্সিলদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জানুয়ারি ২০, ২০১৬
নাটোরে ৬ পৌরসভার মেয়র-কাউন্সিলদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের ৬টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) রাজশাহী জেলা শিল্পকলা অডিটরিয়ামে তাদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন।



শপথ নেওয়া জনপ্রতিনিধিরা হলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়ার জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গার শফির উদ্দিন মন্ডল, গুরুদাসপুরের শাহ নেওয়াজ আলী, গোপালপুরের নজরুল ইসলাম ও বড়াইগ্রাম পৌরসভার মেয়র আব্দুল বারেক সরদার।

এছাড়া ওই ৬টি পৌরসভার ৫৮ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৫৭ জন ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নেন।

তবে নাটোর পৌরসভার সাধারণ কাউন্সিলর সাজ্জাদ হোসেন নাশকতা মামলায় গ্রেফতার হওয়ায় তিনি শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।