ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ভাঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, জানুয়ারি ২০, ২০১৬
ভাঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ আটক দুই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ৪০ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, স্থানীয় হামিরদী গ্রামের ফারুক শেখ (৩৫) ও ট্রাকচালক জুয়েল শেখ (৪০)।



জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ জানুয়ারি) রাত ৩টার দিকে আভিযান চালিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড মোড়ে একটি ট্রাকের (সিলেট ড-১১-১২১৮) গতি রোধ করে পুলিশ। এ সময় ট্রাকের হেলপার দৌড়ে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মিত্র বলেন, ট্রাকটি গরু নিয়ে মেহেরপুর যাচ্ছিল। সেখান থেকে ফেরার সময় গাঁজা নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।