ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে সুটকেসে মিললো শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জানুয়ারি ২০, ২০১৬
সিলেটে সুটকেসে মিললো শিশুর মরদেহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নগরীর মদিনা মার্কেট কালিবাড়ী এলাকায় খালের মধ্যে পড়ে থাকা সুটকেস থেকে অজ্ঞাত পরিচয় শিশুর (০৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারী) বিকেলে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।



জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন পথশিশু সুটকেসটি কুড়িয়ে পায়। ভেতরে মূল্যবান জিনিসপত্র থাকতে পারে মনে করে তারা সুটকেস খোলার পর তার মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পায়।

বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারী ২০, ২০১৬
এনইউ/এএএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।