ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বৃহস্পতিবার জয়পুরহাটে যাচ্ছেন আইজিপি শহিদুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, জানুয়ারি ১৪, ২০১৬
বৃহস্পতিবার জয়পুরহাটে যাচ্ছেন আইজিপি শহিদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক

জয়পুরহাট: বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) জয়পুরহাটে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখবেন এই পুলিশ প্রধান।



সমাবেশে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস মুক্ত বিষয়ের ওপর বক্তব্য রাখবেন বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।

সকাল ১০টায় শুরু হওয়া সমাবেশে পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল

(ডিআইজি) মো. ইকবাল বাহার, জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।