ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে বাস চাপায় রাকাব'র সাবেক ডিজিএম নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জানুয়ারি ১০, ২০১৬
রাজশাহীতে বাস চাপায় রাকাব'র সাবেক ডিজিএম নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর ভদ্রায় বাস চাপায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমদাদুল হক (৬৫) নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকাবের কর্মকর্তা এমদাদুল হক রিকশাযোগে ভদ্রা মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হককে মৃত বলে ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।