ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে মানবপাচারকারী-জলদস্যুসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, জানুয়ারি ১০, ২০১৬
মহেশখালীতে মানবপাচারকারী-জলদস্যুসহ আটক ৪

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী থেকে মানবপাচারকারী চক্রের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশ।   এসময় ওই এলাকার এক চিহ্নিত জলদস্যুকেও আটক করা হয়।



রোববার ভোর সাড়ে চারটার দিকে মহেশখালী উপজেলার তাজিয়ারকাটা এলাকা থেকে এদেরকে আটক করা হয়।

আটক চারজন হলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী তাজিয়ারকাটা এলাকার নেছার আহমদের ছেলে আবদুর রহিম (৩০), সিকদার মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫), আবদুস শুক্কুরের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও চিহ্নিত জলদস্যূ আবদুস সত্তারের ছেলে শফি আলম (৩২)।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।