ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বঙ্গবন্ধুর সমাধীতে টুঙ্গিপাড়া উপজেলা আ’ লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, জানুয়ারি ১০, ২০১৬
বঙ্গবন্ধুর সমাধীতে টুঙ্গিপাড়া উপজেলা আ’ লীগের শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১০ জানুয়ারি) সকল ১১টার দিকে সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।



এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, নব-নির্বাচিত পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।