ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, জানুয়ারি ১০, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা সাময়িক বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।