ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, জানুয়ারি ৯, ২০১৬
ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে নাইমুর রশিদ (১৭) নামে আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজের সামনেই তাকে গুলি করে একদল যুবক।

গুলিটি নাইমুরের পায়ের গোঁড়ালিতে লাগে।

আহত নাইমুর রশিদ কলাবাগান সার্কুলার রোডের বাসিন্দা। তিনি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথমবর্ষের শিক্ষার্থী।

নাইমুর জানান, গত ৭ জানুয়ারি কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় নাইমুরের এক বন্ধুকে মারধরও করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এরই সূত্র ধরে শনিবার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী পলক ও বহিরাগত রোমানসহ ১০-১২ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, নাইমুর বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।