ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

আদিতমারীতে তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, ডিসেম্বর ১২, ২০১৫
আদিতমারীতে তরুণীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অজ্ঞাত-পরিচয় (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


 
পুলিশ জানান, সন্ধ্যায় একটি কুকুর মরদেহটি মাটির নিচ থেকে টেনে-হেঁচড়ে উপরে তোলে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
 
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে। তবে, তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার পরনে সাদা চেকের সালোয়ার কামিজ ছিল। ৱ
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, অজ্ঞাত-পরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।