ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, জানুয়ারি ২৬, ২০১৫
কমলনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকরী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ আহমেদ আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহত পুলিশ ফয়েজকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বাংলানিউজকে জানান, কমলনগর থানার এএসআই ফয়েজ আহমেদ মোটরসাইকেলে হাজিরহাট যাচ্ছিলেন। পথে হাজিরহাট উপকূল কলেজের সামনে পৌঁছালে এক শিশু দৌঁড়ে তার মোটরসাইকেল সামনে পড়ে।

এ সময় দ্রুত মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গেলে তিনি রাস্তার ওপর উল্টে পড়ে আহত হন। তবে, শিশুটি আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।