ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জানুয়ারি ২৬, ২০১৫
বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।



সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে নাশকতারোধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

গাজীপুরের সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে গাজীপুর বারের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা হাতেম আলী, অ্যাডভোকেট আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।