ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

অপরহণের ২৬ দিন পর কালিয়াকৈরে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জানুয়ারি ২৬, ২০১৫
অপরহণের ২৬ দিন পর কালিয়াকৈরে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর: অপরহণের ২৬ দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে রুশনাথ জারা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চাপাইর এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।



এদিকে, এ  ঘটনায় পুলিশ মালা বেগম (২৬), আনোয়ার হোসেন (৩০) ও রীনা বেগম (৩০) নামে তিনজনকে আটক করেছে।

এর আগে ১৯ জানুয়ারি শিশুর বাবা মোবারক হোসেন কালিয়াকৈর থানায় আটকদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার মোবারক হোসেনের মেয়ে রুশনাথ জারা ১ জানুয়ারি নিখোঁজ হয়। এরপর ২ জানুয়ারি কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর ১৮ জানুয়ারি অন্য এক শিশুর মাধ্যমে জানা যায়, পাশের বাড়ির ভাড়াটিয়া মালা বেগম, তার স্বামী আনোয়ার হোসেন ও রীনা বেগম নামে এক নারী পাচারের উদ্দেশ্যে শিশু জারাকে অপহরণ করেছে।

ওই শিশুর দেওয়া তথ্য অনুযায়ী, এলাকাবাসী তাদের  পুলিশে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে ওই তিনজন অপহরণের কথা স্বীকার করলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে অপহৃত শিশু জারার বাবা মোবারক হোসেন জানান, আটক রীনার ভাতিজি শিশু সুরমীর মাধ্যমে তারা জানতে পারেন, আটকরা ওই দিন রাতেই জারাকে অন্যখানে সরিয়ে নিয়েছে।

ঘটনা সম্পর্কে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব খান বাংলানিউজকে জানান, এ ঘটনায় পাচারের উদ্দেশ্যে শিশু চুরির মামলা হয়েছে। এরপর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।