ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জানুয়ারি ২৬, ২০১৫
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ছবি : প্রতীকী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।



সোমবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার পুরাতন কাপড় মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে মার্কেটের জুবায়ের গার্মেন্টস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। একে একে মার্কেটের ৪৪টি কাপড়ের দোকান পুড়ে যায়।
 
খবর পেয়ে সৈয়দপুর, ডোমার, নীলফামারী, পার্বতীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
 
নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।