ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শিশু গুরুতর আহত

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৬, জানুয়ারি ২৪, ২০১৫
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শিশু গুরুতর আহত

আশুলিয়া(ঢাকা): আশুলিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে ঝুমুর খাতুন (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ীর পল্টি ফার্ম এলাকার ইসমাইল হোসেন মাস্টারের দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয় ওই শিশু।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই শিশুকে বাসায় রেখে গার্মেন্টসে কাজে চলে যান তার বাবা-মা। পরে ওই শিশু বিকেলে দোতলা বাড়ির ছাদের উপরে উঠে। পরে ছাদের রড ধরে খেলা শুরু করে। একপর্যায়ে রডটি ভেঙ্গে বাড়ির নিচে পড়ে মাথায় আঘাত পায় শিশুটি। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ভবনের ছাদ থেকে শিশু পড়ে গুরুতর আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় : ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।