ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

শেরপুরে ট্রাক চাপায় নারী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, জানুয়ারি ২৪, ২০১৫
শেরপুরে ট্রাক চাপায় নারী নিহত

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে একটি মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত এক  মানষিক ভারসাম্যহীন নারীর (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরসভার ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী শরীফ আহমেদ ও সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত এই নারী মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাড়ে যাচ্ছিলেন। পথে বগুড়াগামী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।