ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে ফল বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, জানুয়ারি ২৩, ২০১৫
শরীয়তপুরে ফল বিক্রেতাকে পিটিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় জহিরুল হক সরদার (৪৫) নামে এক ফল বিক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


 
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসীরা তাকে হত্যা করা হয় বলে পরিবারের লোকজনের অভিযোগ।  
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার স্বর্ণঘোষ গ্রামের আউয়াল সরদারের ছেলে জহিরুল হক সরদার। তার সঙ্গে একই গ্রামের মোসলেম খান ও সেলিম খানের জমি নিয়ে বিরোধ চলছিল।  
 
শুক্রবার দুপুরে জহিরুল শহরের চৌরঙ্গি মোরের তার চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। স্বর্ণঘোষ গ্রামে বাড়ির কাছে রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে ধরে সড়কের পাশে কৃষি জমিতে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করে।  
 
জহিরুলের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় মোসলেম খান ও সেলিম খান সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল।  

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জহিরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে মোসলেম খান ও সেলিম খানসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।