ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মাদ্রাসার জন্য জমি দান করলেন মেয়র আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৩, জানুয়ারি ২৩, ২০১৫
মাদ্রাসার জন্য জমি দান করলেন মেয়র আইভী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত ১২ শতাংশ জমি মাদ্রাসা নির্মাণের জন্য দান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

দেওভোগ আলী আহম্মদ চুনকা সড়কের ওই জমিতে গড়ে তোলা হয়েছে হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা (এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মেয়র আইভী আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদেরিয়া তৈয়াবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক।

মেয়র আইভী তার বক্তব্যে বলেন, বাবা আলী আহম্মদ চুনকার নামে একটি স্কুল ও খানকা রয়েছে। এখন বাবা-মায়ের দেওয়া জমি গরীব শিশুদের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য দান করতে পেরে খুব ভালো লাগছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, কারো কাজ থেকে চেয়ে অনুদান নেবেন না। ইচ্ছা করে কেউ কিছু দিলে তা নিতে পারেন।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।