ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, জানুয়ারি ২৩, ২০১৫
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর সফরমালী এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালীর একটি কেবিনে অগ্নিকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।



লঞ্চের মাস্টারের বরাত দিয়ে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রাত ৯টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে চাঁদপুর বিকল্প নৌ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। ২০ মিনিট পর মেঘনা নদীর সফরমালী এলাকায় গেলে লঞ্চের একটি কেবিনে আগুন লাগে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে লঞ্চের যাত্রীদের মধ্যে। পরে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন লঞ্চের কর্মচারীরা।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।