ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় দগ্ধ ৩, ককটেলে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, জানুয়ারি ২২, ২০১৫
বগুড়ায় দগ্ধ ৩, ককটেলে আহত ৪ ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ২৫ ঘণ্টার ব্যবধানে ককটেলে আহত হয়েছেন ৪ জন এবং দগ্ধ হয়েছেন ৩ জন। আর দুর্বৃত্তদের আগুনে পণ্যবাহী ৩টি ট্রাক পুড়ে গেছে।

 

দিনভর নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, যুবদল কর্মী মোস্তফা আলী মিঠু ও নিতু সরকারসসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৮টা পর্যন্ত ২৫ ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘন্টার হরতাল চলাকালে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নুনগোলা এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক টিটন (৪০), তার সহযোগী আব্দুর রহিম (৩২) ও সঙ্গে থাকা ফার্নিচার মালিক মো: সাজু মিয়া (৪২) দগ্ধ হন। গুরুতর আহত হয়ে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে নরসিংদীর লায়ন ফিড মিল থেকে মুরগির খাদ্য (পোল্ট্রি ফিড) নিয়ে বগুড়া জেলা সদরের সাবগ্রামের উদ্দ্যেশ্যে রওনা হলে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিশ্চিন্তপুর ফাতেমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দুইটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতি হয় ট্রাক ও ফিড মালিকের।

একই দিন রাত সোয়া ৯ টার দিকে শহরের স্টেশন রোড প্রেসক্লাবের অদূরে রোডের ফলপট্টি এলাকায় একটি চাল বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

এছাড়া ২১ জানুয়ারি রাত ৭টা থেকে ২২ জানুয়ারি রাত সোয়া ৮টা পর্যন্ত ২৫ ঘন্টায় শহরের থানামোড়, বড়গোলা, স্টেশন রোড ও সাতমাথা গোহাইল রোড এলাকায় ককটেলের আঘাতে আহত হয়েছেন শহিদুর রহমান (৪০), বোরহান উদ্দিন (৩৫), রোকন (৩৫) ও শাহীন আলমসহ (৪০) কমপক্ষে ৪ জন আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন।

ককটেল ও আগুনে আহতদের মধ্যে অধিকাংশের শারীরিক অবস্থাই ভাল রয়েছে বলে দাবি করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

** শাজাহানপুরে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
** বগুড়ায় ট্রাকে আগুন, চালকসহ দগ্ধ ৩

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।