ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জানুয়ারি ২২, ২০১৫
সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিম

সিরাজগঞ্জ: জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র, আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিম (৭১) আর নেই।  

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি.....রাজিউন)।



ড. সেলিমের ভাতিজা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভির শাকিল জয় তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই।

ড. মোহাম্মদ সেলিম ১৯৯৬ সালের উপ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার সকালে তার মরদেহ উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে এবং জাতীয় সংসদ ভবন চত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
 
এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবিরয়াসহ সব নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** ড. সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।