ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশাসনের সহায়তায় ১২ ঘণ্টায় ৬০ হাজার যান চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জানুয়ারি ২২, ২০১৫
প্রশাসনের সহায়তায় ১২ ঘণ্টায় ৬০ হাজার যান চলাচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চল অনির্দিষ্টকালের অবরোধ সত্ত্বেও গত ১২ ঘণ্টায় সারাদেশে র‌্যাব, পুলিশ ও বিজিবির পাহারায় বিভিন্ন রুটে প্রায় ৬০ হাজার গাড়ি চলাচল করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিজিবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।



বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে বিজিবি, র‌্যাব ও পুলিশ ৫৮ হাজার ৮৯৫টি বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে সহায়তা করে।

এর মধ্যে রয়েছে চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা রুটে ২ হাজার ৬০১টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৩৩ হাজার ৮১৬টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৩ হাজার ২১৫টি, সিলেট-ঢাকা রুটে ৬৪০টি, ময়মনসিংহ-ঢাকা রুটে ২১৮টি, ব্রাহ্মণবাড়িয়া/ফেনী-কুমিল্লা-ঢাকা রুটে ৩ হাজার ৭৫০টি, যশোর/খুলনা/সাতক্ষীরা-দৌলতদিয়া-ঢাকা রুটে ২ হাজার ২১৬টি, যশোর/চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা রুটে দেড় হাজারটি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৫ হাজার ৮৬৮টি, পাটুরিয়া-ঢাকা রুটে ১ হাজার ৯৬টি, মাওয়া-ঢাকা রুটে ৬৫০টি, কাঁচপুর ব্রিজ-ঢাকা রুটে ৩ হাজার ৩২৫টি।

তিনি জানান, এছাড়াও পথিমধ্যে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ি নিরাপত্তা বহরের সঙ্গে যুক্ত হয়ে নিকটবর্তী দূরুত্বে নিজ নিজ গন্তব্যস্থলে চলাচল করে।

বিজিবি জনংযোগ কর্মকর্তা আরো জানান, একই সময়ে বিজিবির নিরাপত্তা পাহারায় দেশের বিভিন্ন স্থানে ২৪০টি তেলবাহী ট্যাংকার চলাচল করে।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে আইন-শৃঙ্খলা বাহিনী মহাসড়কে যানবাহন চলাচলের সহায়তা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।