ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

দৌলতখানে ট্রলারের ধাক্কায় জেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, জানুয়ারি ২২, ২০১৫
দৌলতখানে ট্রলারের ধাক্কায় জেলে নিহত

ভোলা: ভোলা দৌলতখানের মেঘনায় মাছ ধরা একটি ট্রলারের ধাক্কায় মিরাজ মাঝি(২৪) নামে এক জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে মেঘনার ডলফিন এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজ উপজেলার চরখলিফার ইউনিয়নের দিদারউল্লা গ্রামের মৃত শামসউদ্দিনের ছেলে।

দৌলতখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, ভোরে দৌলতখান উপজেলার মেঘনার ডলফিন এলাকায় ট্রলারে মাছ ধরছিলেন মিরাজ। এ সময় পেছন থেকে অন্য একটি ট্রলার এসে মিরাজদের ট্রলারকে ধাক্কা দেয়।

এতে ট্রলারটি ডুবে যায় ও মিরাজের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।