ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় বিএনসিসি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, জানুয়ারি ২২, ২০১৫
আশুলিয়ায় বিএনসিসি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রশিক্ষণের সামাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনসিসি মাঠে রমনা রেজিমেন্ট কমান্ডার বিএনসিসি লে. কর্নেল মো. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন।



গত ১২ জানুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশিক্ষণ শুরু হয়। এতে সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলসহ ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৪৭ জন ক্যাডেট প্রশিক্ষণে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।