ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বোমা বানাতে গিয়ে আহত বাপ্পীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, জানুয়ারি ২২, ২০১৫
বোমা বানাতে গিয়ে আহত বাপ্পীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী এলাকায় বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কবজি উড়ে যাওয়া মাহবুবুর রহমান ওরফে বাপ্পীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের পঞ্চমতলা বাড়ির দ্বিতীয়তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে বাপ্পী ছাড়াও হ্যাপি আক্তার সুমনি (১৩) ও সাফরান আহমেদ রিপন (০৬) নামে দুজন আহত হয়।
বিস্ফোরণে বাপ্পীর ডান হাতের কনুইয়ের নিচের অংশ উড়ে যায়। পরে তাকেসহ ৩ জনকে ঢামেকে ভর্তি করা হয়।

এ দিকে বিস্ফোরণের ঘটনা জানাজানি হওয়ার পরে ঘটনাস্থলে যায় থানা পুলিশ ও ডিবির বোমা বিশেষজ্ঞ দল। তারা ওই বাসায় গিয়ে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। হাসপাতাল এলাকা থেকে এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আহতরা পুলিশের নজরদারিতে আছে বলে জানা গেছে।

পুলিশের দাবি, বাপ্পী বিএনপির মিছিল সমাবেশে নিয়মিত অংশ নিতো এবং নানা অপরাধে জড়িত। আর বোমা বানাতে গিয়েই এ বিস্ফোরণ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫/আপডেটেড- ১০৪২ ঘণ্টা।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।