ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ককটেলের আঘাতে আহত ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, জানুয়ারি ২২, ২০১৫
ককটেলের আঘাতে আহত ছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার এলাকায় গত ১৫ জানুয়ারি মুখে ককটেলের আঘাতে আহত কবি নজরুল কলেজের ছাত্র তানজীদ হোসেন অভির (১৯) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



অভি ধোলাইখাল কলতাবাজারের রোকনপুর এলাকার ডিম বিক্রেতা দেলোয়ার হোসেনের ছেলে ও কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ঢামেকে অভির মৃতদেহের পাশে থাকা তার খালু মো. বাবুল বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে ১৫ জানুয়ারি বঙ্গবাজারে অ্যানেক্সকো ভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল তার মুখে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।