ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, জানুয়ারি ২১, ২০১৫
নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৮) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।



বুধবার রাত সোয়া ১০টায় ফতুল্লার ভূইগড় মাদানীনগর এলাকা থেকে পুলিশ দেলোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত দেলোয়ার ফতুল্লার দেলপাড়া এলাকার আলী আকবরের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীচক্র অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।