ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় সেই শিক্ষকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, জানুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় সেই শিক্ষকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলানিউজে বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে পাঠদান সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হক তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়াসহ অনিয়মের আশ্রয় নেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ে এ কে এম আবুল কালাম আজাদ নামে নতুন একজন প্রধান শিক্ষককে বদলির প্রশাসনিক আদেশ দেওয়া হয়েছে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান জানান, বাংলানিউজে সংবাদটি পড়ার পর দ্রুত বিদ্যালয়টি পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়।

ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে বলেও তিনি জানান।
  
এদিকে, এ ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার নদীভাঙন কবলিত এ এলাকার অভিভাবকদের মাঝে। একজন ভাড়াটিয়া শিক্ষক কলেজ ছাত্র ও একজন পুল শিক্ষকের (অস্থায়ী) সাহায্য নিয়ে চলছে বিদ্যালয়টি।

এর আগে বাংলানিউজে গত ১৫ জানুয়ারি ‘বগুড়ার স্কুলে ভাড়াটে শিক্ষক দিয়ে পাঠদান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।    

** বগুড়ার স্কুলে ভাড়াটে শিক্ষক দিয়ে পাঠদান

বাংলাদেশ সময়: ২৩০৩  ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।