ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জানুয়ারি ২১, ২০১৫
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় সাতঘোড়া সিমেন্ট কারখানার ক্রেন ছিঁড়ে সবুজ (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

সবুজ সাতঘোড়া সিমেন্ট কারখানায় দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, সাতঘোড়া সিমেন্ট কারখানায় জাহাজ থেকে মাল আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহন হন সবুজ। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ