ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মানবপাচারকারী ‘রেবি ম্যাডাম’ আবারো গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জানুয়ারি ২১, ২০১৫
মানবপাচারকারী ‘রেবি ম্যাডাম’ আবারো গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারকারী দালাল চক্রের শীর্ষ গডফাদার বহুল আলোচিত রেজিয়া আকতার প্রকাশ ‘রেবি ম্যাডাম’কে আবারও গ্রেফতার করা হয়েছে।
 
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় সোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আটক নারী উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার নুরুল কবির স্ত্রী।

সূত্র জানায়, স্বামী ও স্ত্রী মিলে ‘রেবি বাহিনী’ নামে একটি দল গঠন করে দীর্ঘদিন ধরে মানবপাচার করছে। তার বিরুদ্ধে জেলাসহ চট্টগ্রামেও মানবপাচার আইনে মামলা রয়েছে।

২৩ নভেম্বর আরও একবার আটক হয়েছিল রেবি। সম্প্রতি জমিনে মুক্তির পর এলাকায় ফিরে মামলার সাক্ষীর ওপর দফায় দফায় হামলা করে তাদের দোকানপাট ও বসত বাড়ি ভাঙচুর করে। তার ভয়ে অনেকেই এলাকায় ছেড়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বাংলানিউজকে জানান, চকরিয়া থানার একটি মানবপাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া জামিনে মুক্ত হয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টির দায়ে আরও একটি মামলা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ